চেঁতনায় পিনাক ৬ থেকে পেয়েছি অনেক কিছু........

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০৮ আগস্ট, ২০১৪, ০৯:১৯:৫২ সকাল

পিনাক ৬ ডুবিতে যাহা পেলাম....

উদ্ধারের নেই কোন অগ্রগতি,নেই কোন মুল্যবোধ বা নেই কোন তাত্‍ক্ষনিক প্রতিক্রিয়া..অথচ_পিনাক নিয়ে গবেষনা বা নারি-ভূরি বাহির করার জন্য ব্যাস্ত আমরা।

পদ্মায় ডুবেছে পিনাক তো কি হয়েছে..? এর থেকে শিখে গেছি অনেক কিছু,দেখেছিও কম না।

সাংবাদিক পেয়েছে, সব সময় পিনাক ৬ নামের লঞ্চটির প্রতিমহুর্তের তাঁজা তাঁজা আপডেট যাহা একই চিত্রেও দেখা গেলে কিছুই করার নেই।

পরিচালক পেয়েছে, বরিশালের গৌড় নদীর পাড়ের প্রেমিক প্রেমিকা হাবীব ও সামিমা কে,যাহা দিয়ে বাংলাদেশের "টাইটানিক বন্ড বাংলা" ছায়াছবি তৈরী করতে প্রস্তুত।আগ্রসরের কথাও চিন্তা করতেছে ঘরে বসে বসে।

রাজনীতিবিদ পেয়েছে, তাদের বড় নেতা হওয়ার সুযোগ,ব্যাস লাইভ ক্যামেরার সামনে দুটি একটি ফাঁকা বুলি মারলেও চিন্তাশীলরা আপনাকট চিঁনুক বা নায়েই চিঁনুক...একবার বেশ কথা বললেই পারলে বাঁচি।

তার পর থেকে হয়ে যাব বড় নেতা।

ট্রলারের মাঁঝিদের রমরমা ব্যাবসা, নদীর এপারে আর ও পারে যে কত লোক কত বার গিয়েছে তার হিসাব কঁষতে সম্ভবত ২ দিস্তা কাগজের প্রয়জন হবে বলে হিসেব করি নি।

আবার ফেবুর কতগুলো পেজে খবর ও স্টাটাসের কমেন্টবক্সে কিছু পরামর্শও দেওয়া দেখতে পেয়েছিলাম ।

...হায়রে বাঙলার জনগণ ! তোরা এই ডিজিটাল বাংলাদেশে ডাঁঙ্গায় যেমন নিরাপত্তাহীন তেমনি ভাবে জঁলের ভিতরেও কোন কমতি নেই।

...ধিক্কার জানাই, সরকার ও রাজনিতীবিদ সহ ঐ সব নেতাদের,৫ দিনেও যাবত্‍ উদ্ধার কাজ তো দূরের কথা, লঞ্চটি সনাক্ত করাতেও পেলেন না আপনারা।

ছিঁ , এই হল ডিজাটালের ছোঁয়া।

এখন তারা মরেও মরা আর জনগণ ও তাদের আত্নীয় স্বজনরা না মরেও মরা।

বিষয়: বিবিধ

৭৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252186
০৮ আগস্ট ২০১৪ সকাল ১০:০০
দিশারি লিখেছেন : পৃথিবীতে আমাদের মত হতভাগা জাতি বোধহয় খুব কমই আছে। আমরা শুধু দেখেই যাব, বলতে পারবো না কিছুই। আর যদি কিছু বলিও পরদিন তো গুম হবই...

আর যারা দেশটাকে নিয়ে চিন্তা করে, তাদের অধিকাংশই তো আবার বুদ্ধি প্রতিবন্ধি; বলুন কোথায় যাব আমরা।।
252207
০৮ আগস্ট ২০১৪ দুপুর ১২:০০
হতভাগা লিখেছেন : মানুষের দুরাবস্থা নিয়ে ব্যবসা করা- এটা সারা দুনিয়ার রীতি । বাংলাদেশ এতে পায়োনিয়ার ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File